ঢাকা : ইরানে মার্কিন হামলা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির রেভ্যুলেশনারি গার্ডের একজন শীর্ষ কর্মকর্তা মাসোউদ জাযায়েরি।
মঙ্গলবার দেশটির এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাতকারে তিনি ইরানের উপর যে কোন ধরনের মার্কিন ষড়যন্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ইরানে কোন ধরনের হামলা হলে আমরা শুধুমাত্র নিজের দেশের অভ্যন্তরে বা মধ্যপ্রাচ্য কিংবা আরব উপসাগরীয় অঞ্চলে প্রতিরোধ করবো না। তখন যুক্তরাষ্ট্রের কোন জায়গা আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না। তবে ইরান প্রথমে কোন দেশে হামলা চালাবে না বলেও জানান তিনি।
সম্প্রতি ইরানের পরমাণূ কর্মসূচি নিয়ে পশ্চিমা বিভিন্ন দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে আসছে। ইরান এই কর্মসূচি না বন্ধ করলে ইসরাইল দেশটিতে সামরিক হামলা চালানোরও হুমকি দিয়েছে।
তেহরান শুরু থেকেই তাদের পরমাণূ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে বলে জানিয়ে আসছে। জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে আলোচনা ও পরমাণূ স্থাপনা পরিদর্শন করতে দিতে তেমন কোন আগ্রহ দেখায়নি দেশটি। ফলে নিয়ে ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের জটিলতা দিন দিন বাড়ছে।
উল্লেখ্য, ২০১১ সালে ইরানের সঙ্গে এ বিষয়ে বিশ্বশক্তিগুলোর আলোচনা ব্যার্থ হয়। তবে সম্প্রতি চলতি মাসে ইরান এবং বিশ্বশক্তিগুলোর মধ্যে ফের আরেকটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর