ঢাকা: সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচের পদত্যাগ করেছেন। বুধবার এক ঘোষণায় তিনি মেয়াদ শেষের ১০ মাস আগেই তিনি প্রেসিডেন্টের পদ থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
মিডিয়াকে দেওয়া এক বক্তব্যে তাদিচ বলেন, তিনি নিয়মতান্ত্রিক উপায়েই মঙ্গলবার সার্বিয়ান পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আগামী মে মাসে দেশটির সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে প্রতিদ্বন্দিতার রাস্তা তৈরি করতেই মূলত তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর