ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিচারের মুখোমুখি তুরস্কের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ইভান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, এপ্রিল ৪, ২০১২
বিচারের মুখোমুখি তুরস্কের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ইভান

ঢাকা : অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তুরস্কের সাবেক সেনা শাসক জেনারেল কেনান ইভান।

১৯৮০ সালে তার নেতৃত্বে সংগঠিত এক সামরিক অভ্যুত্থানে তিনি তুরস্কের ক্ষমতা দখল করেন।

বুধবার আঙ্কারার একটি আদালত  এ সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে শুনানি শুরু করে।

মামলায় ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানে ইভান ও আরো কয়েকজন তৎকালীন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে তাদেও বিতর্কিত ভূমিকার জন্য অভিযুক্ত করা হয়।

এ বিচারের ফলে দেশটিতে ভবিষ্যতে কোন ধরনের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এক ধরনের সাংবিধানিক সচেতনতা সৃষ্টি হবে বলে মনে করছেন সবাই।    

১৯৮০ সালের ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন বছর মেয়াদি জেনারেল ইভানের সামরিক শাসনে দেশটিতে কারাগারে শতাধিক মানুষ নিহত হয়। এছাড়া সেসময় গ্রেফতার করা হয় প্রায় ৫ লাখ লোককে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।