ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাজাখস্তানে ভদকা ব্লাসফেমিতে মুসলমানদের মধ্যে ক্ষোভের আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, এপ্রিল ৪, ২০১২
কাজাখস্তানে ভদকা ব্লাসফেমিতে মুসলমানদের মধ্যে ক্ষোভের আগুন

ঢাকা: ভদকা মদের বোতলে ‘আল্লাহ’ শব্দটি প্রতিস্থাপনের প্রতিবাদে ক্ষোভে জ্বলে উঠেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের মুসলিমরা।

দেশটির সিমিয়া শহরের প্রধান মসজিদের ইমাম স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, এই পবিত্র নামটি ব্যবহার করে মদ উৎপাদনকারীরা ব্লাসফেমি অপরাধ করেছেন।

তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।

এছাড়া মঙ্গলবার বিষয়টি নিয়ে সিমিয়া শহরের রাস্তায় বিক্ষোভও করেছে স্থানীয় মুসলমানরা।

সম্প্রতি দেশটিতে ভদকার বোতলে ‘দ্যা পাওয়ার অব আল্লাহ স্যাফিস ফর অল’ বা আল্লাহর ক্ষমতা সবার জন্য পর্যাপ্ত লাইনটি উল্লেখ করা হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ৩১ মঙ্গলবার রিপার্ট করেছে, বর্তমানে ওই ধর্মীয় লেখা সম্বলিত ভদকা উত্তর কাজাখস্তানের শহর সিমিয়িার সব দোকানে পাওয়া যাচ্ছে। যা সেখানকার মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।

উল্লেখ্য, ইসলাম ধর্মে মদকে হারাম হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।