ঢাকা : মিয়ানমারের ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন মিয়ানমারে বিনিয়োগের ক্ষেত্রে আরোপ করা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে ।
মিয়ানমারে সংস্কারের গতি আরো দ্রুত হবে প্রত্যাশা করে হিলারি ক্লিনটন বুধবার বলেন এর পাশাপাশি মিয়ানমারের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র প্রবেশও সহজসাধ্য করা হবে। তবে এই মুহূর্তেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।
এসময় মিয়ানমারের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ভাবে আয়োজনে যথাযথ নেতৃত্ব প্রদান এবং সাহসী ভূমিকার পালনের জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সিনের প্রশংসা করেন হিলারি ক্লিনটন।
এই নির্বাচনে জয়লাভের মাধ্যমে মিয়ানমারের সংগ্রামী বিরোধী নেত্রী অং সান সুচি প্রথমবারের মত দেশটির পার্লামেন্টে বসতে যাচ্ছেন।
হিলারি ক্লিনটন সুচির পার্লামেন্টে আসন লাভে সন্তোষ প্রকাশ করে বলেন অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মিয়ানমারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার একটি সূচনা মাত্র।
দেশটির অর্থনৈতিক আধুনিকীকরন ও রাজনৈতিক সংস্কারকে বেগবান করতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।
তবে মিয়ানমারের চলমান ঐতিহাসিক রাজনৈতিক সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতির কোন পরিবর্তন হবে না বলে হুশিয়ার করে দেন তিনি।
বাংলাদেশ সময়:১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর