ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেনসন বঞ্চিত বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় উত্তাল গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, এপ্রিল ৫, ২০১২
পেনসন বঞ্চিত বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় উত্তাল গ্রিস

ঢাকা : সরকারি পেনসন থেকে বঞ্চিত এক বৃদ্ধের আত্মহত্যাকে কেন্দ্র করে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে গ্রিসে।

সংবাদমাধ্যম জানায় বুধবার গ্রিসের রাজধানী এথেন্সের পার্লামেন্টে ভবনের বাইরে সংঘটিত এই আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার প্রতিবাদকারী রাস্তায় নেমে আসে।

এসময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে।

৭৭ বছর বয়সী দিমিত্রিস ক্রিস্টোলাস বুধবার সকালে এথেন্সের কেন্দ্রীয় সিনটাগমা স্কয়ারের নিকটবর্তী একটি পাতাল রেল স্টেশনের প্রবেশ মুখে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানায় সংবাদমাধ্যম।

আত্মহত্যার নোটে ক্রিসটোলাস দেশের অর্থনৈতিক সঙ্কট ব্যবস্থাপনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন পেনসন বন্ধ করায় সরকারের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেন।

তার আত্মহত্যার খবরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং ধুম্র গ্রেনেড নিক্ষেপ করে। গ্রিসের পার্লামেন্ট ভবনের সামনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপর পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। তবে এখন পর্যন্ত কোন গ্রেপ্তার বা আহত হওয়ার খবর জানায়নি কর্তৃপক্ষ।

গ্রিসের পার্লামেন্ট ভবনের বিপরীতে অবস্থিত চত্বরটি বর্তমান বিক্ষোভ ও প্রতিবাদের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। বর্তমান অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার পেতে ব্যাপক বিদেশী ঋন গ্রহণ করেছে গ্রিক সরকার। কিন্তু শর্ত হিসেবে তাদেরকে কিছু অজনপ্রিয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। এতে ক্ষুদ্ধ হয়ে প্রায়ই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।