ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

করাচিতে আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, এপ্রিল ৫, ২০১২
করাচিতে আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১০

ঢাকা : ফের আত্মঘাতী বোমা হামলা হামলায় প্রকম্পিত হলো পাকিস্তান। এবারের স্থান দেশটির প্রধান বাণিজ্যিক ও বন্দর নগরী করাচি।

বৃহস্পতিবার নগরীর পুলিশের সহকারী প্রধানকে লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন  ৪ জন । এছাড়া আহত হয়েছেন ১০ জন।

সংবাদমাধ্যম জানায় নগরীর সহকারী পুলিশ প্রধান রাও আনোয়ারকে বহনকারী একটি আর্মার্ড পারসোনাল ক্যারিয়ার বা এপিসির ওপর মটর সাইকেল আরোহী বোমাসহ আছড়ে পড়ে। এতে বিস্ফোরণে সহকারী পুলিশ প্রধান রাও আনোয়ার বেঁচে গেলেও তার সঙ্গে থাকা চার জন নিহত হন।

এই হামলা তাকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে দাবি করেন বেঁচে যাওয়া পুলিশ কর্মকর্তা। নগরীর  মালির হালট জেলায় যাওয়ার সময় তার গাড়ি বহরের ওপর হামলা হয় বলে জানান তিনি। বেশ কয়েক মাস আগে থেকেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে যাচ্ছিলো বলে তিনি উল্লেখ করেন।

বোমা হামলায় আত্মঘাতী হামলাকারী নিজেও মারা গেছেন বলে জানিয়েছেন নগরীর পুলিশের একজন কর্মকর্তা তাহির নাভিদ।

তেহরিক-ই-তালেবান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবান এই এই হামলার দায় স্বীকার করেছে ।

১ কোটি ৮০ লাখ লোকের নগরী করাচি পাকিস্তানে সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র ও প্রধান সমুদ্র বন্দর। আফগানিস্তানে মোতায়েন পশ্চিমা বাহিনীর জন্য প্রয়োজনীয় অধিকাংশ রসদ ও অস্ত্রপাতি এই বন্দর দিয়েই সরবরাহ করা হয়।  

বাংলাদেশ সময়:১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।