ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে তল্লাশি চৌকিতে হামলায় নিহত দশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, এপ্রিল ৫, ২০১২
আফগানিস্তানে তল্লাশি চৌকিতে হামলায় নিহত দশ

ঢাকা : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে দশ নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে সশস্ত্র বন্দুকধারীরা ।

তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমেদি এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন।



প্রাদেশিক পুলিশ প্রধান শামসুল রাহমান জাহিদ বলেন বুধবার দিনের শেষ ভাগে ফারাহ প্রদেশের খাকি সাফেদ জেলায় অবস্থিত চেকপোস্টে এই হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। চেক পোস্টটি মূলত আফগান লোকাল পুলিশের সদস্যরা ব্যবহার করতো বলে জানান তিনি।

জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালিক নুরজারি বলেন বন্দুকধারীরা প্রথমে চেক পোস্টের বাইরে টহলরত প্রহরীকে হত্যা করে। এর পর কম্পাউন্ডের ভেতর প্রবেশ করে সেখানে অবস্থানরত নিরাপত্তা সদস্যদের গুলি করে হত্যা করে তারা।

বুধবার দিনের প্রথমভাগেও এক আত্মঘাতী বোমা হামলায় তিন আমেরিকান সেনাসহ দশজন নিহত হন উত্তর আফগানিস্তানে। এক আত্মঘাতী মটরসাইকেল আরোহী এই হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়:১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।