ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালাবির প্রেসিডেন্ট বাংগু ওয়া মুথারিকা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, এপ্রিল ৬, ২০১২
মালাবির প্রেসিডেন্ট বাংগু ওয়া মুথারিকা মারা গেছেন

ঢাকা : আফ্রিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাষ্ট্র মালাবির প্রেসিডেন্ট বিংগু ওয়া মুথারিকা শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার চিকিৎসায় নিয়োজিত একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তবে সরকারিভাবে এখনো তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গেই তাকে রাজধানী লিলোংগের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

এদিকে প্রেসিডেন্ট মুথারিকার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন কে, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে দেশটিতে। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী বর্তমান ভাইস প্রেসিডেন্ট জয়সে বান্দার দায়িত্ব গ্রহণের কথা। তবে ক্ষমতাসীন দলে বান্দার দুর্বল অবস্থান  এবং প্রেসিডেন্ট মুথারিকাকে ঘিরে থাকা বলয়ের প্রভাবের কারণে তার ক্ষমতারোহন সহজসাধ্য নাও হতে পারে। উল্লেখ্য, ২০১০ সালে তাকে একবার ক্ষমতাসীন দল থেকে বহিস্কার করা হয়েছিলো বলে জানায় সংবাদমাধ্যম।

ক্ষমতার পথে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেন পরলোকগত প্রেসিডেন্টের ভাই  এবং বর্তমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার মুথারিকা।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাষ্ট্রটির রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।