ঢাকা : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ২০ জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে আর্জেন্টিনার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে রাজধানী বুয়েন্স আয়ার্সে মারা যায় ৪ জন। এদের মধ্যে দেয়াল ধসে মারা যায় একজন এবং বাকি তিনজনের মৃত্যু হয় ঘরের ছাঁদ ভেঙ্গে।
এদিকে ঝড়ে বুয়েন্সআয়ার্সের আশপাশের এলাকাতে মারা যান আরো নয়জন। এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। দেয়াল ও ছাদ ধসে মারা যান বাকি আট জন। আর্জেন্টিনার স্থানীয় জরুরি দুর্যোগ বিভাগ এ তথ্য জানায়।
ঝড়ের বেগ কোন কোন স্থানে ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর