ঢাকা : ২০১১’র সুনামির সময় হারিয়ে যাওয়া একটি জাপানি জাহাজকে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অদূরে আলাস্কা উপসাগরে বৃহস্পতিবার এই জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয় বলে জানায় মার্কিন কোস্টগার্ড কর্তৃপক্ষ।
২০১১ সালের সুনামিতে জাপানের হোক্কাইডো থেকে ভেসে যাওয়ার পর এতদিন জাহাজটি পরিত্যক্ত অবস্থায় প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলো। জনমানবহীন পরিত্যক্ত এই জাহাজটিকে পরবর্তীতে ঘোস্টশিপ বলে অভিহিত হতে থাকে সংবাদমাধ্যমে।
রিও-উন-মারু নামের জাপানি এই মাছ ধরার জাহাজটিকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় কোস্টগার্ড। বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। অল্প সময় পরেই আলাস্কা উপসাগরের ৩০০ মিটার গভীরে তলিয়ে যায় জাহাজটি। সাগরে জাহাজটি যেনো অন্য কোন জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা না ঘটায় এ জন্যই একে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
‘ঘোস্ট শিপ’ নামে খ্যাত রিও উন মারু নামের জাপানি এই জাহাজটিকে গত ২৩ মার্চ প্রথম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া সমুদ্র উপকূলে দেখতে পায় একটি কানাডীয় মাছ ধরার জাহাজ।
তবে জাহাজটিকে উপকূলে টেনে আনতে অপারগতা প্রকাশ করে কানাডীয় কর্তৃপক্ষ। এছাড়া জাহাজটির জাপানি মালিকও একে উদ্ধারের কোন গরজ দেখাননি।
তাই অবশেষে সমুদ্রে সমাধিকেই পরিণতি হিসেবে মেনে নিলো রিও-উন-মারু। জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে ছিন্œ বিচ্ছিন্ন হওয়ার থেকেই এই পরিণতিই হয়ত ভালো হলো জাহাজটির জন্য।
বাংলাদেশ সময়:১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর