ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় শীর্ষ আফগান শান্তিদূত নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, এপ্রিল ৬, ২০১২
আত্মঘাতী হামলায় শীর্ষ আফগান শান্তিদূত নিহত

ঢাকা : আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের একজন শীর্ষ শান্তি দূত পুত্র সহ নিহত হয়েছেন। আফগানিস্তানের কুনার প্রদেশে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।



নিহত মোহাম্মদ হাশিম মুনিব ছিলেন হামিদ কারজাই  কর্তৃক নিযুক্ত কুনারের প্রাদেশিক শান্তি কাউন্সিলের প্রধান। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর এই আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা অপর দুই জন মারাত্মক ভাবে আহত হন।
 
এক জন প্রত্যক্ষদর্শী জানান মুনিব এবং আত্মঘাতী বোমা হামলাকারী উভয়ের শরীরই বিস্ফোরণে শতচ্ছিন্ন হয়ে যায়।
কুনার প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা মাসুম স্তানিকজাই বলেন, নিহত মুনিব ছিলেন আফগানিস্তানের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। তিনি অনেক বিদ্রোহীকে অস্ত্র সমর্পণ করিয়ে শান্তির পথে এনেছিলেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানিকে আফগানিস্তানের শান্তি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তিনিও গত বছর তালেবানদের এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।