ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে নিজ পরিবারের চারজনকে খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, এপ্রিল ৬, ২০১২
হাঙ্গেরিতে নিজ পরিবারের চারজনকে খুন

ঢাকা : নিজ পরিবারের চার সদস্যকে খুন করার অভিযোগে এক যুবককে আটক করেছে হাঙ্গেরির পুলিশ। পুলিশ বলছে, রাজধানী বুদাপেস্টের দক্ষিণে কুলকস গ্রামের ওই যুবক দা দিয়ে কুপিয়ে তার পরিবারের চার সদস্যকে হত্যা করেছে।



পুলিশ আরো জানিয়েছে, যুবকের বয়স ২০ বছরের মধ্যে হবে। তার আক্রমণে অপর তিন সদস্য মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে যুবক তার বাবা, ভাই এবং দাদাকে হত্যা করেছেন। তার মা, বোন এবং আরেকজন সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সন্ত্রাস দমনে নিয়োজিত পুলিশ একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং তিনটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে গেছে। আটক যুবকের নাম জুটাস্ট সানাড হোরভাথ বলে জানিয়েছে পুলিশ। তার বয়স ২৩ থেকে ২৪ বছর হবে বলে বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।