ঢাকা: ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন অভ্যুত্থানের মাধ্যমে মালির ক্ষমতা দখলকারী সামরিক জান্তা কর্তৃপক্ষ। অভ্যুত্থানের পরপরই স্থল বেষ্টিত এই দেশটির ওপর আরোপিত প্রতিবেশী দেশগুলোর সর্বাত্মক কূটনৈতিক ও বাণিজ্যিক অবরোধ প্রত্যাহারের বিনিময়ে সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পশ্চিম আফ্রিকার ১৫ রাষ্ট্রের জোট ইসিওডব্লিইএএস (ইকোয়াস) ও মালির সামরিক জান্তা কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তরে একটি সমঝোতায় পৌঁছেছেন। দুই সপ্তাহ আগে মালির প্রেসিডেন্ট আমাদো তুরেকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণভার গ্রহণ করে দেশটির সামরিক বাহিনীর একদল বিদ্রোহী সেনা।
শুক্রবার মালির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় এই সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়। ইকোয়াস কর্তৃপক্ষের সঙ্গে মালির জান্তা প্রধান ক্যাপটেন আমাদো সানোগোর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মালির পার্লামেন্টের স্পিকার দিউনকুনডা ত্রাওরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জান্তা কর্তৃপক্ষ। স্পিকার ত্রাওরে অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
তবে ক্ষমতা হস্তান্তরের শর্ত হিসেবে ইকোয়াস মালির ওপরে আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করবে। অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের সাধারণ ক্ষমা ঘোষণাও চুক্তির অন্যতম প্রধান শর্ত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
অভ্যুত্থানের পরপরই সামরিক জান্তার ওপর চাপ প্রয়োগ করতে মালির ওপর অবরোধ আরোপ করে ইকোয়াস। এই অবরোধের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো মালির সঙ্গে ইকোয়াস দেশগুলোর সীমান্ত বন্ধ করে দেওয়া। ইকোয়াসের কেন্দ্রীয় ব্যাংকে মালির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা সহ সামরিক জান্তাদের ভ্রমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইত্যাদিও অবরোধের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর