ঢাকা: পাকিস্তানি কাশ্মিরের ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় তুষারধসের নিচে শতাধিক সেনা জীবন্ত চাপা পড়েছে। বিতর্কিত কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় কারাকোরাম পবর্তমালার সিয়াচেন হিমবাহের কাছে এই বরফ ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গায়ারি জেলায় অবস্থিত পাকিস্তানি সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের ওপর তুষারধস নেমে আসলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত একশ’ সেনার চাপা পড়ার কথা স্বীকার করেছে। তবে কোন কোন সংবাদমাধ্যম জানিয়েছে চাপা পড়া সেনার সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে যাবে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস জানান,এখন পর্যন্ত এক’শ সেনা বরফের নিচে চাপা পড়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন, তবে অনেক সেনা এখনও নিঁখোজ রয়েছেন। চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর