ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, এপ্রিল ৭, ২০১২
দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট

ঢাকা: ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি দেশের দুই শীর্ষ সেনা প্রধানকে বরখাস্ত করেছেন। এই দুই সেনা কর্মকর্তা সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বিমান বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ সালেহ আল আহমার এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল তারেক মোহামেদ আব্দুল্লাহ সালেহকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে বিমান বাহিনী প্রধান জেনারেল আহমার ছিলেন সাবেক প্রেসিডেন্ট সালেহর সৎভাই আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান হলেন তার আপন ভাতিজা।

প্রেসিডেন্ট হাদি এর আগেও দেশের সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ পদ থেকে সাবেক প্রেসিডেন্ট সালেহর ঘনিষ্ঠ প্রায় ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত করেন।

সালেহ অনুগতরা দেশকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগের মধ্যেই সামরিক বাহিনীতে এই বরখাস্তের ঘটনা ঘটলো।

প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় চার জন গভর্নর এবং ডজনেরও বেশি সামরিক জেনারেলকে বরখাস্ত করে তাদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এই রদবদল দেশটির অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে খুবই তাৎপর্যপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সরকার বিরোধী বিক্ষোভের মুখে একটি চুক্তির অধীনে মার্কিন মিত্র হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও ধারণা করা হয় দেশটির শীর্ষ মহলের সর্বস্তরে তার অনুগত লোক বহাল তবিয়তে আছে।

এদের মাধ্যমেই সাবেক এই স্বৈরাচারী শাসক পুনরায়  দেশটির ক্ষমতার রাজনীতিতে ভূমিকা পালনের চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন দেশটির অনেকেই।

বাংলাদেশ সময়:১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।