ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের ঐতিহাসিক সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, এপ্রিল ৭, ২০১২
কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের ঐতিহাসিক সাক্ষাৎ

ঢাকা: মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাধীন আবাসভূমির জন্য সংগ্রামরত কারেন বিদ্রোহীদের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে কারেন বিদ্রোহীরা।

বিবদমান দুটি পক্ষের শীর্ষ পর্যায়ের মধ্যে এটিই হলো প্রথম কোন সরাসরি সাক্ষাৎ।

মিয়ানমারের কারেন বিদ্রোহকে আধুনিক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। বিগত ৬০ বছর ধরে মিয়ানমারের অধীনতা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই চালিয়ে আসছে কারেন বিদ্রোহীরা।
 
তবে দীর্ঘ গৃহযুদ্ধে ক্লান্ত দুই পক্ষকেই ইদানীং শান্তির জন্য আগ্রহী বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উভয়পক্ষের মধ্যে কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গত মাসে মিয়ানমারের কারাগারে আটক এক শীর্ষ কারেন বিদ্রোহী নেতাকেও  মুক্তি দেওয়া হয়। মিয়ানমারের সরকার তাকে ২০ বছরের কারাদ- দিয়েছিলো।

বৈঠকের ব্যাপারে কারেন বিদ্রোহীদের একজন মুখপাত্রী জানান আন্তরিক পরিবেশেই উভয় পক্ষের মধ্যে কথা হয়েছে।

মিয়ানমারে তৎপর বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত হিসেবে কারেন বিদ্রোহীদেরকেই বিবেচনা করা হয়।
কারেন জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় গত ছয় দশক ধরা চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়ে প্রতিবেশী থাইল্যান্ড সীমান্তের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

বাংলাদেশ সময়:১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।