ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যাপার্টমেন্টের উপর বিধ্বস্ত মার্কিন নেভি জেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, এপ্রিল ৭, ২০১২
অ্যাপার্টমেন্টের উপর বিধ্বস্ত মার্কিন নেভি জেট

ঢাকা : যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এফ/এ-১৮ডি ফাইটার জেট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের এ ঘটনায় ছয়টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে সাত জন আহত হয়েছে।



কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মেফেয়ার মিউজ নামে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তিনজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ভার্জিনিয়া বিচ ফায়ার এবং রেসকিউ ব্যাটালিয়নের প্রধান টিম রিলে বলেছেন, ‘আমরা সশরীরে প্রত্যেকটি ভবনে গেছি। তল্লাশি এবং উদ্ধার কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ করতে পেরেছি। ’

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস হওয়ার আগেই ক্রুরা নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। আহতদের আঘাত খুব সামান্য। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ব্যাপারে পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

মেফেয়ার মিউজ কমপ্লেক্সটি নৌবাহিনীর বিমানঘাঁটি ওশেনা থেকে মাত্র দুই মাইল বা তারও কম দুরত্বে অবস্থিত। দুর্ঘটনা কবলিত বিমানটি ওশেনা বিমান ঘাঁটির প্রশিক্ষণ শাখার ছিল। এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সবচে বড় নৌ বিমানঘাঁটি।

ভার্জিনিয়া বিচে চার লাখ ৪০ হাজার মানুষের বাস। এছাড়া এখানে প্রচুর পর্যটক আসে। এ শহরে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।