ঢাকা : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সেনাদের হামলার হুমকির প্রেক্ষিতে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বিমানবন্দরের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্তমান প্রেসিডেন্ট আবদ রাব্বু মনছুর হাদি শনিবার বিমান বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ সালেহ আল আহমারকে বরখাস্ত করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তার অনুগত সেনারা বিমানবন্দর ঘিরে রেখেছে। এরপরই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, সালেহ আল আহমার সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সৎ ভাই।
নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলেছে, বিমানবন্দর ঘিরে রাখা সেনাদের নেতৃত্ব দিচ্ছেন নাজি জামান নামে হামদান উপজাতির এক নেতা। সেনারা বিমানবন্দরে উঠানামা করা যেকোনো বিমানে হামলা করার হুমকি দিয়েছে।
ইয়েমেনের সাংবাদিক মোহাম্মদ আল কাধি রাজধানী সানা থেকে মুঠোফোনে আল জাজিরাকে জানিয়েছেন, শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণাঞ্চলে সালেহর অনুগতরা অবস্থান নিয়েছে।
শনিবার এক সামরিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ সালেহ আল আহমার পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ না করলে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অনুগত সেনাদের প্রতি এক বার্তায় সালেহ আল আহমার বলেছেন, প্রেসিডেন্টের আদেশ কার্যকর হবে না যতোক্ষণ না প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আহমেদ, চিফ অব স্টাফ জেনারেল আলি মোহসেন আল আহমার এবং আলি আল আসোয়াল তাদের পদ ছাড়ছেন।
উল্লেখ্য, সরকার এবং সামরিক বাহিনী থেকে সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সব আত্মীয়-স্বজনদের পদত্যাগের গণদাবির মুখে শনিবার বিমান বাহিনী প্রধান মোহাম্মদ সালেহ আল আহমারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনছুর হাদি।
এছাড়া প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল তারেক মোহাম্মদ আব্দুল্লাহ সালেহকে বরখাস্ত করা হয়েছে। তারেক মোহাম্মদ সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহর আপন ভাতিজা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর