ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাই-মিয়ানমার সীমান্তে প্রতিষেধক প্রতিরোধী ম্যালেরিয়ার বিস্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, এপ্রিল ৭, ২০১২
থাই-মিয়ানমার সীমান্তে প্রতিষেধক প্রতিরোধী ম্যালেরিয়ার বিস্তার

ঢাকা: থাই-মিয়ানমার সীমান্তে প্রতিষেধক প্রতিরোধক্ষমতা সম্পন্ন ম্যালেরিয়ার জীবাণুর বিস্তার ঘটছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ চিকিৎসকদের এ সংক্রান্ত এক যৌথ গবেষণার ফলাফল গত শুক্রবার প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম এশিয়ার ছোট এলাকায় ম্যালেরিয়ার নতুন ধরনের জীবাণুর বিস্তার ঘটেছে উল্লেখযোগ্য পরিমাণে। এ ম্যালেরিয়ার জীবাণুর বিরুদ্ধে প্রচলিত ওষুধ অকার্যকর।

নতুন ধরনের এই জীবাণুর নাম দেওয়া হয়েছে P. falciparum। এটি মশাবাহিত যে কোনো পরজীবীর চেয়ে মারাত্মক এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রতি দশে নয়টি মৃত্যুর জন্য এই জীবাণু দায়ী বলে গবেষণায় দেখা গেছে। আর এ জীবাণু মূলত বিশ্বের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়।

চিকিৎসকদের পর্যবেক্ষণটি ব্রিটিশ জার্নাল ল্যানচেটে প্রকাশিত হয়েছে। এতে আশঙ্কা করা হয়েছে, নতুন ধরনের এই ওষুধ প্রতিরোধক ম্যালেরিয়া জীবাণু ভারত এবং আফ্রিকাতেও ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য, চীনে উদ্ভাবিত আর্টেমিসিনিন চিকিৎসা পদ্ধতির বদৌলতে গত এক দশকে বিশ্বে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় এক তৃতীয়াংশ কমানো সম্ভব হয়েছে। কিন্তু ২০০৬ সালে কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে এই আর্টেমিসিনিন প্রতিরোধক ম্যালেরিয়া জীবাণুর প্রজাতি ছড়িয়ে পড়ে। তখন এ ওষুধ অকার্যকর হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।