ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালাবির নতুন প্রেসিডেন্ট জয়েস বান্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, এপ্রিল ৭, ২০১২
মালাবির নতুন প্রেসিডেন্ট জয়েস বান্দা

ঢাকা:  মালাবির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্দা। সম্প্রতি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রেসিডেন্ট বিংগো ওয়া মুথারিকার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন বান্দা।



শনিবার মালাবির রাজধানী লিলোঙ্গোয়েতে পার্লামান্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জয়েস বান্দা। বান্দাই হলেন দক্ষিণ আফ্রিকার কোনো দেশের প্রথম নারী রাষ্ট্র প্রধান।

বান্দা ২০০৯ সাল থেকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পার্লামেন্ট সদস্যরা তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৮ বছর বয়সে মারা যান প্রেসিডেন্ট মুথারিকা। তবে তার মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয় শনিবার। প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিশ্চিত করতে দেরি করায় মালাবিতে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল। অবশ্য শেষ পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি।

এদিকে পর্যবেক্ষকরা বলছেন, বান্দার প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে প্রয়াত প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনরা মালাবির সাংবিধানিক রীতিকে পাশ কাটানোর চেষ্টা করছিলেন। তারা মুথারিকার ভাই পররাষ্ট্র মন্ত্রী পিটার মুথারিকাকে প্রেসিডেন্ট পদে বসানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

জয়েস বান্দার সঙ্গে মুথারিকার দুরত্ব তৈরি হয় ২০১০ সালে যখন তিনি প্রেসিডেন্টের একজন কড়া সমালোচকে পরিণত হন।   তাকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (ডিপিপি) থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি পিপলস পার্টি নামে নতুন দল গঠন করেন।

বান্দা ২০০৯ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট মুথারিকা তাকে পদ থেকে সরানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

বর্তমানে বান্দার দল থেকে পার্লামেন্টে হাতেগোনা কয়েকজন এমপি রয়েছেন। তবে এখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অনেকেই তার দলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মালাবি কর্তৃপক্ষকে তাদের সংবিধানকে সম্মান করার তাগিদ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।