ঢাকা : হাইতির রাজধানী পোর্ট আ প্রিন্সের দক্ষিণের একটি মহাসড়কে বিশাল এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত আরো ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একটি স্থানীয় রেডিও স্টেশন জানিয়েছে, পার্শ্ববর্তী শহর পেতিত গ্রোভ একেবারে অচল হয়ে গেছে। আর পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট প্রয়োজনীয় সরঞ্জামও তাদের নেই।
উল্লেখ্য, হাইতিতে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। এখানে ট্রাফিক আইন মানা হয় না বললেই চলে আর যানবাহনে প্রায়ই অতিরিক্ত যাত্রী উঠানো হয়। একই এলাকায় গত সপ্তাহে আরেকটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
রোববার দুর্ঘটনা কবলিত লরিতে পণ্যের খুচরা ব্যবসায়ীরা ছিলেন। তাদের বেশির ভাগই নারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর