ঢাকা : লেবানন ও সিরিয়া সীমান্তের তল্লাশি চৌকির কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন।
লেবাননের একটি দৈনিক রোববার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, লেবানন থেকে শিয়া তীর্থযাত্রীরা ইরাক যাচ্ছিলেন। গত শনিবার সিরিয়া সীমান্তে তাদের থামিয়ে কাগজ পত্র পরীক্ষা করা হয়। এমন সময় একদল লোক গ্রেনেড লাঞ্চার দিয়ে হামলা করে।
এ হামলায় নিহত সাত জনের মধ্যে পাঁচ জন সীমান্তরক্ষী রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর