ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে ৫০ সন্দেহভাজন আল কায়েদার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, এপ্রিল ৮, ২০১২
সৌদিতে ৫০ সন্দেহভাজন আল কায়েদার বিচার শুরু

ঢাকা : সন্দেহভাজন ৫০ জন আল কায়েদা সদস্যের বিচার রোববার সৌদি আরবে শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদি আরবের বিভিন্ন স্থানে এবং সেখানকার মার্কিন ও ব্রিটিশ স্বার্থে হামলার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।



সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রোববার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ৪৭ জন সৌদি, একজন সিরীয় এবং একজন ইয়েমেনি নাগরিককে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচার অনুষ্ঠিত হচ্ছে রিয়াদে স্থাপিত বিশেষ অপরাধ আদালতে।

বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, আটকদের বিরুদ্ধে অভিযোগ তারা সৌদিতে আল কায়েদা জঙ্গি নেটওয়ার্কের একটি সেলে যোগ দিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল আবাসিক কম্পাউন্ড ও সরকারি ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া এবং সৌদিতে আমেরিকার নাগরিকদের হত্যা করা।

রিয়াদে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করারও অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়াও সৌদির একজন শীর্ষ সরকারি কর্মকর্তা এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করার পরিকল্পনা ছিল তাদের। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনাও তারা করেছিল বলে অভিযোগ রয়েছে।

অস্ত্র রাখা এবং ইরাক থেকে সৌদিতে ভারী অস্ত্র পাচার করে আনার দায়ে রোববার পাঁচ সন্দেহভাজনকে আদালতে হাজির করা হতে পারে।

গত বছরের জুনে সৌদির বিশেষ নিরাপত্তা আদালতে ৮৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল।
২০১১ সালের এপ্রিলে বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছিল, পাঁচ হাজার ৮০ জন সন্দেহভাজনকে হয় বিচারের মুখোমুখি করা হয়েছিল অথবা বিশেষ আদালতে তাদের বিচার হয়েছিল। অবশ্য অনেক আইনজীবী এর সমালোচনা করেছিলেন।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৬ সালে সৌদি আরব আল কায়েদার বড় ধরনের হামলার লক্ষ্য ছিল। এ কারণে সে সময় এ জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে সৌদি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।