ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত পৌঁছেছেন জারদারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, এপ্রিল ৮, ২০১২
ভারত পৌঁছেছেন জারদারি

ঢাকা : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঐতিহাসিক সফরে ভারত পৌঁছেছেন। রোববার দুপুরের দিকে পাকিস্তান বিমান বাহিনীর একটি ধুসর বিমানে করে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তার সফর সঙ্গী রয়েছেন- ২৩ বছর বয়সী ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পরিবারের আরো ১৩ সদস্য। সব মিলিয়ে জারদারির মোট সফরসঙ্গী রয়েছেন ৪০ জন।

বিমানবন্দরে পাকিস্তানি প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী পবন কুমার বানসাল।

জানা গেছে, এখন জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক চলছে। ৭ রেসকোর্স রোডের আবাসিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে অবশ্য কংগ্রেস চেয়ারম্যান সোনিয়া গান্ধী অনুপস্থিত রয়েছে। দুপুরের ভোজের সময়ও তিনি উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

গত সাত বছরে এই প্রথম পাকিস্তানি কোনো রাষ্ট্রপ্রধান দিল্লি সফর করছেন।

ব্যক্তিগত সফরে জারদারি আজমির শরিফে সুফি দরবেশ মইনুদ্দিন চিশতির মাজারে যাবেন। সফর ব্যক্তিগত হলেও বিশ্লেষকরা আশা করছেন, এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, ২০০৮ সালে মুম্বাই হামলার পর শান্তি আলোচনা ভেস্তে গেলে সেই দ্বিপক্ষীয় সম্পর্ক আবার ক্রমেই জোরদার হচ্ছে।

তবে কাশ্মীর ও ভারতের পাকিস্তানি জঙ্গি তৎপরতায় দেশ দুটির মধ্যে এখনো উত্তেজনা বিরাজ  করছে।


বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।