ইরানে বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের যুক্ত করা এবং তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামিক বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরনা।
বুধবার (৪ জানুয়ারি) নারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এর সমাধান আছে।
১৩ জানুয়ারি ইরানের জাতীয় মা দিবস উদযাপনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হলো। মহানবী হজরত মুহাম্মদের (সা.) কন্যা হজরত ফাতেমার (রা.) জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে দিবসটি ইরানে উদযাপন করা হয়।
বুধবার খামেনির সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধিদলে ছিলেন মা, শিক্ষা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুকরণীয় নারী ব্যক্তিত্ব। খামেনির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
আরএইচ
বাংলাদেশ সময়: ৭:২৩ পিএম, জানুয়ারি ৪, ২০২৩ /