ঢাকা: সিরিয়া সঙ্কট সমাধানে কফি আনানের প্রস্তাবিত পরিকল্পনাকে সর্বশেষ সুযোগ হিসেবে অভিহিত করেছে ফ্রেন্ডস অব সিরিয়া। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হওয়া ফ্রেন্ডস অব সিরিয়ার বৈঠকে অংশ নেয় প্রভাবশালী পশ্চিমা দেশগুলো সহ সিরিয়ার প্রতিবেশী আরব দেশগুলোর প্রতিনিধিরা।
বৈঠকে নেতারা সর্তক করে দিয়ে বলেছেন, কফি আনানের উদ্যোগই বাশার আল আসাদের জন্য শেষ সুযোগ। যদি এই উদ্যোগ ব্যর্থ হয় তবে অন্যান্য উপায় বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদিআরব এবং কাতারের প্রতিনিধিরাও অংশ নেয়।
কফি আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ফ্রেন্ডস অব সিরিয়া। এর পাশাপাশি সিরিয়ায় প্রেরিত জাতিসংঘ পর্যবেক্ষকদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার ব্যবস্থার আহবান জানিয়েছে তারা।
বৈঠকে অংশ নেওয়া ১৪ টি দেশ সিরিয়ায় মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ওপর সিরিয়ার সহিংসতার প্রভাব সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে তারা। এছাড়া সিরিয়ার অভ্যন্তরে সব ধরনের মানবিক সহায়তা প্রেরণের অঙ্গীকারও ব্যক্ত করে তারা।
বর্তমানে সাত সদস্যের একটি নিরস্ত্র সামরিক যুদ্ধবিরতি পর্যবেক্ষক দল অবস্থান করছে সিরিয়ায়। পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশটিতে তিনমাসের জন্য আরো তিনশত পর্যবেক্ষক পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর