ঢাকা: কাবুল হামলায় অংশ নেওয়া ধৃত তালেবান সদস্য হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। হামলার সময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন ওই তালেবান সদস্য।
রোববারের হামলায় প্রায় দুই শত বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত আতœঘাতী তালেবান সদস্য অংশ নেয় বলে নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে স্বীকার করে ওই তালেবান সদস্য।
আগামী মাসে শিকাগোতে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে তালেবানরা এ রকম আরো হামলার পরিকল্পনা করেছে বলেও স্বীকার করেছে ওই তালেবান যোদ্ধা।
আফগান নিরাপত্তা কর্মকর্তারা আটক তালেবান সদস্যের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমকে এই স্বীকারোক্তির কথা জানিয়েছেন।
আফগান কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের নিয়ে গঠিত বিশেষ আত্মঘাতী দলের সদস্যরা পাকিস্তানের মিরানশাহ এলাকায় বদরউদ্দিন কামরানের কাছে প্রশিক্ষন নেয় করে বলে স্বীকার করেছে ওই তালেবান সদস্য। তবে কোন নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বলেছেন, কাবুল হামলার পেছনে হক্কানি নেটওয়ার্ক দায়ী এ ব্যাপারে কোন দ্বিমত নেই।
ক্রোকার বৃহস্পতিবার বলেন,‘আফগানিস্তানে কাবুল হামলার পরিকল্পনা হয়নি। পরিকল্পনা হয়েছে মিরান শাহে। আর মিরান শাহ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত। ’
তালেবানদের অনুরুপ আরো হামলা প্রতিহত করার জন্য সমগ্র আফগানিস্তান জুড়ে নিরাপত্তাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদিকি।
তালেবানরা আরো হামলার পরিকল্পনা করছে বলে আফগান গোয়েন্দা সংস্থার প্রধান রহমতউল্লাহ নাবিলের হুঁশিয়ারির পরপরই আফগান কর্তৃপক্ষ দেশজুড়ে এই সর্তকতা জারি করে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর