ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে গ্যুন্টার গ্রাসকে অবাঞ্ছিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, এপ্রিল ৯, ২০১২
ইসরায়েলে গ্যুন্টার গ্রাসকে অবাঞ্ছিত ঘোষণা

লন্ডন: নোবেল বিজয়ী বিশ্ব বিখ্যাত জার্মান লেখক গ্যুন্টার গ্রাসকে ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণা করেছে।

সম্প্রতি, এক কবিতায় তিনি ইসরায়েলের সমালোচনা করলে ক্ষিপ্ত হয়ে ইহুদি রাষ্ট্রটি রোববার তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।



এর পাশাপাশি তার ইসরায়েলে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

গ্রাস তার কবিতায় ইসরায়েলকে অন্ধ সমর্থন দেওয়ার জন্য নিজ রাষ্ট্র জার্মানির সমালোচনা করে বলেন, জার্মানির উচিৎ নয়  ইসরায়েলে অস্ত্র বিক্রি করা, কারণ এই অস্ত্র দিয়ে হয়তো ইরানের ওপর হামলা চালানো হবে।

এদিকে গ্যুন্টার গ্রাসের কবিতা প্রকাশের পরপরই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরায়েলি মন্ত্রী এলি ইয়াসাই গণমাধ্যমকে বলেন, ‘এরপর গ্যুন্টার গ্রাসকে আর স্বাগত জানানো যায় না। কারণ, তিনি ইসরায়েলি রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন। ’

উল্লেখ্য এলি ইয়াসাই গোঁড়া অর্থোডক্স ইহুদিদের একজন নেতা। পাশাপাশি তিনি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।

ইয়াসাই বলেন, ‘গ্যুন্টার গ্রাসের উচি‍ৎ ইরানে চলে যাওয়া। কারণ, সেখানে তাকে সমর্থন দেওয়া ও তার কথা শোনার মতো অনেক সমর্থককেই তিনি খুঁজে পাবেন। ’

উল্লেখ্য, নোবেল বিজয়ী জার্মান লেখক গ্যুন্টার গ্রাস ‘হোয়াট মাস্ট বি সেইড’ শিরোনামে জার্মান পত্রিকায় একটি কবিতা লেখেন। কবিতায় তিনি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কঠোর সমালোচনা করে ইহুদি রাষ্ট্রটিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েল প্রবেশে তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো ইসরায়েলি কর্তৃপক্ষ ।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২

গ্রন্থনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।