ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উৎক্ষেপণের জন্য প্রস্তুত উ.কোরিয়ার রকেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, এপ্রিল ৯, ২০১২
উৎক্ষেপণের জন্য প্রস্তুত উ.কোরিয়ার রকেট

ঢাকা: দূরপাল্লার রকেট উনহা-৩ কে মহাকাশে উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উ.কোরিয়া। এই রকেটের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া।



উৎক্ষেপণ কেন্দ্রের মঞ্চে রকেটটির স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উ.কোরিয়ার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। দেশ টির প্রকৌশলীরা রোববার জানিয়েছেন কক্ষপথে ঘোরার মাধ্যমে উপগ্রহটি আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে তথ্য পাঠাবে পৃথিবীতে।

রকেটটিকে উৎক্ষেপন মঞ্চে স্থাপন করতে প্রয়োজনীয় তিনটি ধাপই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে উত্তর কোরীয় কর্তৃপক্ষ বিদেশী সাংবাদিকদের রকেটটির উৎক্ষেপণস্থল তঙচ্যাঙ-রি মহাকাশ কেন্দ্র পরিদর্শন করাতে একটি ব্যতিক্রম ধর্মী সফরের আয়োজন করেছে। এই উৎক্ষেপণকে কেন্দ্র করে পশ্চিমা ও তাদের মিত্রদের দাবিকে অসাড় প্রমাণ করাই এই সফরের উদ্দেশ্য বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করে আসছে, রকেট উৎক্ষেপণের আড়ালে আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মতলব করছে উত্তর কোরিয়া।

পরলোকগত সাবেক প্রেসিডেন্ট কিম ইল সুঙের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত মাসে এই রকেট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করে উত্তর কোরিয়া।

চীন সীমান্ত থেকে ৫০ মাইল ভেতরে চোলসান উপদ্বীপে অবস্থিত নবনির্মিত মহাকাশ কেন্দ্রে ৫০ জন বিদেশী সাংবাদিককে নিয়ে যায় উত্তর কোরিয়া। এ সময় তারা রকেটটির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।

রকেটটিকে আগামী ১২-১৬ এপ্রিলের মধ্যে নিক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।