ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওকলাহোমা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, এপ্রিল ৯, ২০১২
ওকলাহোমা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার

ঢাকা: সম্প্রতি ওকলাহোমা অঙ্গরাজ্যে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

গত শুক্রবার ওকলাহোমা অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হন।

এদের মধ্যে তিনজন মারা যান এবং অপর দুইজন মারাত্মকভাবে আহত হন। আক্রান্তদের সবাই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রোববার বিকেলে অভিযুক্ত দুইজনকে ওকলাহোমার তুলসা শহরের উত্তর দিক থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার তিনটি এবং হত্যার উদ্দেশ্যে হামলার দুটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে তুলসা পুলিশের মুখপাত্র জেসন উইলিংহ্যাম ।

শুক্রবার সকালে সংঘটিত এই হত্যাকাণ্ডের জেরে আফ্রিকান বংশোদ্ভূত জনগোষ্ঠী অধ্যুষিত উত্তর তুলসায় সর্তকতা জারি করা হয়। তবে সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

প্রায় কাছাকাছি সময়ে শহরের ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই ৫ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাঁচজনই রাস্তায় হাটার সময় গুলিবিদ্ধ হন।

আলাদা আলাদা ভাবে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে যোগসূত্র আছে বলে এর আগে ধারণা করেছিলো পুলিশ। তদন্তের সূত্র ধরে অবশেষে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে এ ব্যাপারে আরো অধিকতর তদন্ত চালানা হবে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। গ্রেফতার কৃত দুই ব্যক্তি হলেন ১৯ বছর বয়সী জেক ইংল্যান্ড এবং ৩২ বছর বয়সী আলভিন ওয়াট।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।