ঢাকা: মধ্যযুগের বিখ্যাত মুসলিম সাধক খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছেন ভারত সফরে যাওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আজমির শহরে অবস্থিত এই দরগা জিয়ারতে গিয়ে জারদারি প্রায় ২০ মিনিট অবস্থান করেন সেখানে।
জারদারি এ সময় দর্শনার্থীদের জন্য রাখা ডায়রিতে লেখেন,‘ এই জায়গায় এসে আমি যে আত্মিক প্রশান্তি লাভ করেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আল্লাহর কাছে সমগ্র মানবজাতির জীবনকে সহজ করে দেওয়ার জন্য দোয়া করছি। ’
রোববার স্থানীয় সময় বিকেল ৪ টার কিছু সময় পরপরই জারদারি একটি হেলিকপ্টারে করে আজমিরে পৌঁছান। এর আগে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। আজমির সফরের সময় তার ২৩ বছর বয়সী পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারিও তার সঙ্গে ছিলেন।
জারদারির মাজার সফরের সময় দরগা চত্বরে অন্যান্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। দরগা চত্বরে এ সময় প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন ছিল।
জারদারি সর্বশেষ ২০০৫ সালে তার প্রয়াত স্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে এই মাজারে এসেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর