ঢাকা: বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি সনি বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সোমবার জাপানের একটি সংবাদপত্র এ খবর জানায়।
ছাঁটাইয়ের সম্মুখীন হওয়া কর্মীরা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী মোট কর্মচারীর ৬ শতাংশ বলে জানিয়েছে পত্রিকাটি।
এর পাশাপাশি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাওয়ার্ড স্ট্রিংগারসহ সাত নির্বাহী পরিচালককে বোনাস ফিরিয়ে দেওয়ার জন্য আহবান জানিয়েছে সনি।
ডলার বিপরীতে ইয়েন দুর্বল হওয়ার কারণে সনি ছাড়াও জাপানের আরো অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েনের দাম কমে গিয়ে বিশ্ব বাজারে জাপানে তৈরির পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা জাপানি পণ্যের থেকে আগ্রহ হারিয়ে ফেলার কারণে কোম্পানিগুলোর বিক্রয় এখন হুমকির সম্মুখীন বলে জানিয়েছে বিশ্লেষকরা।
এদিকে ইয়েনের অবস্থান আরো দুর্বল হওয়ায় ইতিমধ্যে সনি ইউরোপের অনেক দেশে তাদের পণ্যের দাম বৃদ্ধি করেছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর