ঢাকা: তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান সোমবার রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। বিশ্বের উদীয়মান শক্তি চীনের সঙ্গে কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে তার এই সফর বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীনা ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং আঙ্কারা সফর করেন। চীন সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন প্রায় ৩শ’ ব্যবসায়ীর একটি বহর।
এরদোগানই প্রথম তুর্কি প্রধানমন্ত্রী যিনি গত ২৭ বছরে প্রথম চীন সফরে আসলেন। চীন সফরের অংশ হিসেবে রোববার প্রথমে তিনি উরঘুই অধ্যুষিত চীনের পশ্চিম জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে অবতরন করেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জিনজিয়াংয়ের অধিকাংশ অধিবাসী উরঘুই মুসলিম যারা মূলত তুর্কি বংশোদ্ভূত।
বিগত কয়েক বছর যাবত জাতিগত সহিংসতার কারণে জিনজিয়াংয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ২০০৯ সালে সহিংসতা বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রেণে চীন এই অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় উরঘুই দমনে চীনা বাহিনীর অতিরিক্ত শক্তিপ্রয়োগের সমালোচনা করে এরদোগান বলেছিলেন ,অনেকক্ষেত্রে চীনা বাহিনীর শক্তিপ্রয়োগ গণহত্যায় রুপ নিয়েছে।
তবে ফেব্রুয়ারিতে জি জিংপিংয়ের সফরের সময় উভয়পক্ষই তাদের আলোচ্যসূচি থেকে প্রসঙ্গটি দূরে সরিয়ে রাখে। সিনহুয়া জানিয়েছে জিনজিয়াংয়ে একটি শিল্প পার্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
এরদোগান চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে সোমবার দেখা করবেন। মঙ্গলবার দেখা করবেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে। এর পাশাপাশি এরদোগান সাংহাইও সফর করতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়:১৬৫১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর