ঢাকা: গুজরাট দাঙ্গার সময় ২৩ জন সংখ্যালঘু মুসলিমকে পুড়িয়ে হত্যার দায়ে গুজরাটের একটি আদালত ২৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে।
২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় হিংস্র দাঙ্গাকারীরা ওডে নামের একটি গ্রামে মুসলিম সংখ্যালঘুদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করে।
হত্যাকাণ্ড সংঘটনের দীর্ঘ দশ বছর পর জেলা এবং দায়রা আদালতের বিচারক পুনাম সিং অভিযুক্তদের মধ্যে ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন। বাকি অভিযুক্তদের উপযুক্ত প্রমাণের অভাবে খালাস দিয়েছেন আদালত।
দোষীদের সাজা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
স্বজনপ্রীতি ও দুর্বল তদন্তের আশঙ্কায় এই মামলাটি ভারতের সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি বিশেষ তদন্ত দলের মাধ্যমে তদন্ত করানো হয়।
২০০২ সালের সেই ভয়াবহ দিনে ওডে গ্রামের পিরওয়ালি ভাগোল এলাকার একটি বাড়িতে আশ্রয় নেওয়া নারী, শিশু ও বৃদ্ধ সহ ২৩ সংখ্যালঘু মুসলিমকে পুড়িয়ে হত্যা করে মৌলবাদী দাঙ্গাবাজরা।
তদন্তে মোট ৪৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। তাদের মধ্যে একজন মামলা চলাকালে মারা যায়।
বিশেষ সরকারি কৌঁসুলি পি এন পারমার বলেন, মামলায় প্রায় ১৫০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলাটির কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের শেষ দিকে। তবে মামলাটির কার্যক্রম কিছু রহস্যজনক কারণে বিঘ্নিত হয়। ২০১১ সালে মামলার দায়িত্বপ্রাপ্ত একজন বিচারক ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা পরিচালনা থেকে অব্যাহতি নিয়েছিলেন।
বাংলাদেশ সময়:১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর