ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট কোনো জঙ্গি গ্রুপ এ হামলা করে থাকতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গি গ্রুপ আনসার আল শারিয়ার সদস্যরা আবিয়ান প্রদেশের লদার শহরে সেনাদের একটি ফাঁড়িতে হামলা চালায়।
সামরিক কর্মকর্তারা বলছেন, সংঘর্ষে ৪০ জন জঙ্গি, কমপক্ষে ১৪ সেনা এবং সরকার সমর্থক ছয় জন উপজাতীয় সদস্য নিহত হয়েছে।
বিভিন্ন খবরে জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় এবং তা শহরের বাইরেও ছড়িয়ে পড়ে।
খবরে আরো জানা যাচ্ছে, সোমবার খুবই হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাদের প্রত্যাহার করার পরই মূলত সংঘর্ষ বড় আকার ধারণ করে।
উল্লেখ্য, ইয়েমেনের আবিয়ান প্রদেশে জঙ্গিরা গত বছর থেকে ঘাঁটি গেড়েছে। এ অঞ্চল থেকে এদের হটাতে সেনাদের বেশ বেগ পেতে হচ্ছে। এ যাবত সংঘর্ষে অনেক সেনা প্রাণ হারিয়েছে।
গত মাসে আনসার আল শারিয়া বাহিনীর সিরিজ আত্মঘাতী হামলা এবং সশস্ত্র আক্রমণে শতাধিক মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই সেনা সদস্য।
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর