ঢাকা: সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বাইদোয়ার বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জনেরও বেশি মানুষ।
এই উপসাগরীয় অঞ্চলের গভর্নর আবদিফাতাহ মোহাম্মদ গেসে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
তিনি আরো জানান, ব্যস্ত বাজারে বোমাটি একটি ছোট ঝুড়ির মধ্যে পেতে রাখা হয়েছিল।
গত ফেব্রুয়ারিতে আল শাবাব গ্রুপের কাছ থেকে ইথিওপীয় সেনারা বাইদোয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই সবচে ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমালি সরকারের সেনারা বাজারে আসার কিছুক্ষণ পরেই বিস্ফোরণটি ঘটে।
আল শাবাবের সামরিক শাখার একজন মুখপাত্র হামলার দায় স্বীকার করে বলেছেন, এই বিস্ফোরণের পেছনে তাদের হাত আছে।
মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘আমাদের লক্ষ্য ইথওপীয় এবং সোমালি সেনারা। তাদের প্রায় তিন সদস্য নিহত হয়েছে। ’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আল শাবাব আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যোগ দিয়েছে। এখনো তারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অনেকখানি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর