ঢাকা: স্মার্টফোন ফটো শেয়ারিং প্রতিষ্ঠান ইনস্টাগ্রামকে কিনে নিতে যাচ্ছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক । এ জন্য বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইটটিকে খরচ করতে হবে ১শ’কোটি ডলার।
ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও মূল কারিগর মার্ক জুকারবার্গ সোমবার বলেন,‘ফেসবুকের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এই প্রথমবারের মত আমরা অনেক গ্রাহক সমৃদ্ধ একটি কোম্পানি ও পণ্য কিনতে যাচ্ছি। ’
সংবাদমাধ্যম জানিয়েছে ফেসবুক ব্যবহারকারীদের ছবি শেয়ারের সর্বোচ্চ সন্তুষ্টি ও অভিজ্ঞতা প্রদান করতেই প্রতিষ্ঠানটিকে নিজেদের অধীনে নিয়ে আসতে চাচ্ছে ফেসবুক।
এ প্রসঙ্গে মার্ক জুকারবার্গ বলেন, ‘ফেসবুক জনপ্রিয় কারণ এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি শেয়ার করতে পারে। দুই কোম্পানির অঙ্গীভূত হওয়া উভয়ের জন্যই মূল্যবান হিসেবে বিবেচিত হবে। ’
নগদ অর্থ ও কোম্পানি স্টকের বিনিময়ে সান-ফ্রানসিসকো ভিত্তিক ইনস্টাগ্রামকে কিনতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফেসবুক। একই সঙ্গে চুক্তি অনুযায়ী ইনস্টাগ্রামে কর্মরত কর্মীদের বর্তমান সেট-আপই বজায় রাখা হবে বলে জানিয়েছে ফেসবুক। চলতি বছরের জুনের শেষ নাগাদ লেনদেনের আনুষ্ঠানিকতা শেষ হতে পারে।
এ প্রসঙ্গে ইনস্টাগ্রামের সহ প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রম সোমবার এক ব্লগ বার্তায় লেখেন,ফেসবুকের সঙ্গে একত্রিত হতে তারা মানসিক ভাবে প্রস্তুত।
তবে ইনস্টাগ্রাম বাজারে আলাদা ব্রান্ড হিসেবে পৃথক সত্ত্বা বজায় রাখবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ফেসবুক বাদেও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে যেতে পারবে। আর স্বয়ং জুকারবার্গের ইচ্ছাও তাই।
শেয়ার মার্কেটে প্রবেশ করতে যাওয়ার প্রাক্কালে ইনস্টাগ্রামকে কিনে নেওয়ার ফেসবুকের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে বাজারে ফেসবুকের অবস্থান আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুকের বর্তমানে প্রায় ৮৪ কোটি ৫০ লাখ ব্যবহারকারী রয়েছে। এদের মধ্যে প্রতিদিনই সাইটটিতে প্রবেশ করে ন্যূনতম ৪৮ কোটি ৩০ লাখ ব্যবহারকারী। ফেসবুকের বাজার মূল্য বর্তমানে ৭ হাজার ৫শ’কোটি থেকে ১০ হাজার কোটি ডলারের মধ্যে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়:১১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর