ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৮, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, এপ্রিল ১০, ২০১২
আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৮, আহত ৪৫

ঢাকা: মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে আফগানিস্তান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সংঘাত পীড়িত দেশটি আবারো প্রকম্পিত হলো আত্মঘাতী বোমা বিস্ফোরণে।



সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন কমপক্ষে ১৮ জন। আহত হয়েছে আরো ৪৫ জন। হতাহতদের মধ্যে আফগান নিরাপত্তাকর্মী সহ বেসামরিক লোকও রয়েছে।

হেরাতের প্রাদেশিক গভর্নর অফিসের মুখপাত্র মহিউদ্দিন নুরি জানান, একটি টয়োটা ফোর হুইল ড্রাইভ গাড়ি চালিয়ে আত্মঘাতী হামলাকারী হেরাত প্রদেশের গুজারা জেলার পুলিশ ও প্রশাসনিক হেডকোয়ার্টার ভবনে আছড়ে পড়ার চেষ্টা করে। তবে ভবনের প্রধান ফটকে পৌঁছানোর আগেই একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে গাড়িটিকে বাধা দেওয়া হয় বলে জানান তিনি।

বাধাপ্রাপ্ত হয়ে আত্মঘাতী হামলাকারী নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ৩ নিরাপত্তাকর্মী ও বেসামরিক লোক সহ ১৪ ব্যক্তি নিহত ও আরো অনেকে আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে দিনের অপর হামলার ঘটনায় দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি আত্মঘাতী হামলায় চার পুলিশ অফিসার নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ হেডকোয়ার্টারে অবস্থিত একটি ভবন লক্ষ করে এই হামলা চালানো হয়। হামলায় হেলমান্দের পুলিশ প্রধান মারাত্মক ভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। প্রদেশের মুসা কালায় অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারের ওই ভবন  প্রাদেশিক পুলিশ প্রধানের পরিবার ও পুলিশ প্রধানের পরিবারের বাসস্থান হিসেবে ব্যবহার করা হয় বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এই দুটি হামলারই দায় দায়িত্ব স্বীকার করেছেন আফগানিস্তানের বিদ্রোহী তালেবান যোদ্ধারা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।