ঢাকা : পাকিস্তানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বন্দুকধারীদের গুলিতে শিয়া সম্প্রদায়ের ছয় ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবারের হামলায় অপর তিন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম।
নগরীর একটি জুতার দোকান লক্ষ করে মটরসাইকেলরোহী বন্দুকধারীরা গুলি চালানো আরম্ভ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিষিদ্ধঘোষিত সুন্নি চরমপন্থি সংগঠন লস্কর ই জংভি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক পত্রিকা ডন।
হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুদ্ধ শিয়া সম্প্রদায়ের লোকজন হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় একটি প্রধান সড়কও অবরোধের চেষ্টা করে তারা।
সুন্নি প্রধান পাকিস্তানের ১৮ কোটি জনসংখ্যার ১৫ শতাংশ শিয়া সম্প্রদায়ের। শিয়া ও সুন্নিরা শান্তিপূর্ণ ভাবে যুগযুগ ধরে বসবাস করে আসলেও গত শতাব্দীর আটের দশক থেকে দেশটিতে শিয়া সুন্নি অস্থিরতা জন্ম নেয় । এ জন্য উভয় সম্প্রদায়ের কিছু কট্টরপন্থি সংগঠনকে দায়ী করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর