ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘নরওয়ে হত্যাকাণ্ডের নায়ক ব্রেইভিক মানসিকভাবে সুস্থ’

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, এপ্রিল ১০, ২০১২
‘নরওয়ে হত্যাকাণ্ডের নায়ক ব্রেইভিক মানসিকভাবে সুস্থ’

ঢাকা : নরওয়ে হত্যাকাণ্ডের নায়ককে মানসিক ভাবে সুস্থ ঘোষণা করেছে চিকিৎসকরা। নরওয়ের সংবাদমাধ্যম জানায়, গুলি চালিয়ে ৭৭ ব্যক্তিকে হত্যার নায়ক অ্যান্ডারস বেরিং ব্রেইভিককে বিচারের মুখোমুখি হওয়ার মত সুস্থ বলে ঘোষণা করেছেন আদালত কর্তৃক নিযুক্ত মানসিক চিকিৎসকরা।



এর আগে অপর এক দফা পরীক্ষায় তাকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করা হয়। এর ফলে বিতর্ক সৃষ্টি হলে পুনরায় তার মানসিক সুস্থতা পরীক্ষা করা হয়। তবে এবার মনোবিদরা তাকে সুস্থ বলে রায় দিয়েছেন। ফলে তার বিচার শুরু করতে আর কোন বাধা থাকলো না আদালতের।

আগামী ১৬ এপ্রিল তাকে আদালতে হাজির করার কথা। গত বছরের এপ্রিল মাসে একটি রাজনৈতিক দলের যুব সম্মেলনে যোগ দিতে আসা তরুণ-তরুণীদের ওপর ঠাণ্ডা মাথায় গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করে ব্রেইভিক।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।