ঢাকা : লাতিন রাষ্ট্র ভেনিজুয়েলায় নিযুক্ত কোস্টারিকার একজন কূটনীতিক অপহরণের শিকার হয়েছেন । রোববার রাতে কর্মস্থল থেকে নিজ বাসগৃহে ফেরার সময় একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে।
ভেনিজুয়েলায় বিগত কয়েকমাসে বিদেশী কুটনীতিকদের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর ফলে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভেনিজুয়েলার আইন-শৃংখলা পরিস্থিতি আবারও প্রশ্নের সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অপহৃত কুটনীতিক গুইলেরমো চোলেলে কোস্টারিকা দূতাবাসের বাণিজ্য অ্যাটাশে হিসেবে কর্মরত ছিলেন। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলীয় এলাকা লা উরবিনা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহরণের পরপরই কুটনীতিকের বাড়িতে টেলিফোন করে মুক্তিপণ চাওয়া হয় বলে জানিয়েছে কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
অপহৃত কুটনীতিককে উদ্ধারের জন্য নিরাপত্তা কর্মকর্তারা সোমবার রাজধানী কারাকাসের দুটি অর্ধ নির্মিত বহুতল ভবনে তন্ন তন্ন করে তল্লাশি চালায়।
৫৫ বছর বয়সী কুটনীতিক চোলেলে বিগত ছয় বছর ধরে স্ত্রী ও দুই শিশুকে নিয়ে ভেনিজুয়েলায় বসবাস করে আসছেন।
ভেনিজুয়েলায় অপহরণ একটি সাধারণ ঘটনা। মূলত অর্থ আদায়ের জন্যই এ সব অপহরণ করা হয়। এর আগে গত জানুয়ারিতেও মেক্সিকোর রাষ্ট্রদূত তার স্ত্রী সহ স্বল্প সময়ের জন্য কারাকাসে অপহরণের স্বীকার হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর