ঢাকা : পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজারে হেলিকপ্টার দুর্ঘটনায় চার চীনা শ্রমিক নিহত হয়েছেন। নাইজারে অবস্থিত চীনা দূতাবাস চার চীনা শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেছে।
পরবর্তীতে নাইজারের উত্তরাঞ্চলীয় মরু এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। দুর্ঘটনায় চার চীনা শ্রমিকসহ হেলিকপ্টারের আরোহী ছয় ব্যক্তির সবাই নিহত হন।
দূতাবাস জানিয়েছে চার চীনা শ্রমিকের পাশাপাশি হেলিকপ্টারের ক্রু দুই ফরাসি নাগরিকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
চীনা তেল কোম্পানি সিএনপিসি’র মালিকানাধীন খনিতে এই চার শ্রমিক কাজ করতেন। আগেডেমে অবস্থিত কোম্পানির বেস ক্যাম্প থেকে প্রকল্পস্থলে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানায় দূতাবাস।
মরুভূমির প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টারটি খুঁজে পেতে দেরি হয় বলে নাইজারে অবস্থিত চীনা দূতাবাস সংবাদমাধ্যমকে জানায়।
বাংলাদেশ সময়:১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর