ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, এপ্রিল ১১, ২০১২
দক্ষিণ কোরিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

ঢাকা : বুধবার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার ভোটাররা । নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লি মিউং বাকের ক্ষমতাসীন রক্ষণশীল দল বিরোধীদের ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।



আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন, এশিয়ার শিল্পোন্নত দেশটির রাজনৈতিক দলগুলোর জন্য ‘এসিড টেস্ট’ বলে মনে করা হচ্ছে।

দেশজুড়ে ভোট নেওয়া শুরু হয় স্থানীয় সময় সকাল ছয়টা থেকে। তবে অব্যাহত বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে প্রথম প্রহরে ভোটার উপস্থিতি কিছুটা বিঘ্নিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ায় জনমত জরিপ নিষিদ্ধ হলেও পর্যবেক্ষকরা মনে করছেন ক্ষমতাসীন নিউ ফ্রন্টিয়ার পার্টি(এনএফপি) এবং প্রধান বিরোধীদল মধ্য বামপন্থি ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি(ডিইউপি) উভয়ই ১৩০ থেকে ১৩৫ আসন লাভ করতে পারে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন রয়েছে ৩০০ টি। পার্লামেন্টে এনএফপি’র ১৬৫ আসনের বিপরীতে ডিইউপি’র আসন সংখ্যা ৮৯ টি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন এনএফপির পক্ষে সম্ভাব্য প্রার্থী পার্ক জিউ হায়। বর্তমান প্রেসিডেন্ট লি দ্বিতীয় মেয়াদে অংশ নিতে পারবেন না। পার্ক হায়য়ের সম্ভাব্য বিরোধী প্রতিদ্বন্দ্বী মুন জায় ইন।
 
ন্যাশনাল অ্যাসেম্বলির ২৪৬ আসনে সরাসরি নির্বাচন হয়। পার্লামেন্ট নির্বাচনে রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী প্রাপ্ত ভোটের অনুপাতে ভাগ হয়ে যায় বাকি ৫৬ আসন।

প্রত্যেক ভোটার দুটি ব্যালটে ভোট দিতে পারেন। একটি প্রার্থীর বিপরীতে এবং অপরটি দলের জন্য। প্রেসিডেন্ট নির্বাচিত হন পাঁচ বছরের জন্য। তবে পার্লামেন্ট চার বছরের জন্য নির্বাচিত হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা নাগাদ ভোট নেওয়া শেষ হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে ফলাফল প্রকাশ মধ্যরাতের পর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।