ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জানুয়ারি ১৬, ২০২৩
আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কাবুলে দেশটির সাবেক এক নারী সাংসদ ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।  

নিজ বাড়িতেই তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি।  

৩২ বছর বয়সী ওই নারীর নাম মুরসাল নবিজাদা। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে কজন নারী সাংসদ কাবুলে ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম।  

রোববারের হামলায় ওই নারীর ভাই এবং তার আরেক নিরাপত্তাকর্মী আহত হন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, নিরাপত্তাবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।  

নবিজাদার জন্ম নানগারহার প্রদেশে। তিনি ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।