ঢাকা : যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আপত্তি উপেক্ষা করে বুধবার রকেটে জ্বালানি ভরতে শুরু করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এই রকেট উৎক্ষেপণ না করে দারিদ্র্যপীড়িত জনগণের জন্য ‘অপেক্ষাকৃত ভাল ভবিষ্যৎ’ বেছে নেওয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী (১২ থেকে ১৬ এপ্রিল) অনুষ্ঠানের কোনো একদিন রকেট উৎক্ষেপণের কথা রয়েছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দেশটির সরকার কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রকেট উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে।
আপাতদৃষ্টিতে রকেটটির নকশা করা হয়েছে মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপনে সক্ষম এমন করে। কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের দাবি, কৃত্রিম উপগ্রহ পাঠানোর আড়ালে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে। এটি জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।
বুধবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিশেষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে উত্তরাধিকার সূত্রে দেশটির শাসনভার পাওয়া কিম জং উনের ক্ষমতা আরো বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রকেট উৎক্ষেপণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এদিকে, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার প্রেক্ষিতে বুধবার একটি গোয়েন্দা টাস্কফোর্স গঠনের প্রস্তুতি নিয়েছে জাপান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় টোকিওতে মন্ত্রণালয় ভবনে একটি জরুরি হেডকোয়ার্টার স্থাপন করেছে। উত্তর কোরিয়া উপগ্রহ উৎক্ষেপণের আড়ালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পায়তারা করছে এমন আশঙ্কায় মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতি জানানো হয়েছে।
এর আগেই জাপান টোকিওতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর