ঢাকা: নতুন করে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর আবারও সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়। এই কম্পনের মাত্র কয়েক ঘণ্টা আগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের ফলে ভূকম্পনস্থলের সাগরপৃষ্ঠের পানি ৩০ ইঞ্চি পরিমাণ স্ফীত হয়েছে বলে জানা গেছে। তবে কোন মারাত্মক ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ৩৮০ মাইল পশ্চিমে অবস্থিত সমুদ্রের দশ মাইল গভীরতায় দ্বিতীয় কম্পন উৎপন্ন হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এর পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ার সরকার নতুন করে সুনামি সর্তকতা জারি করেছে বলে জানিয়েছে স্থানীয় একজন সরকারি কর্মকর্তা। সুমাত্রার পশ্চিম উপকূল থেকে সমস্ত অধিবাসীকে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। সমগ্র সুমাত্রা ও মেনতাবি দ্বীপ এই সর্তকর্তায় আওতায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে, থাইল্যান্ডের ফুকেট বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইয়োধোইয়োনো বামবাং দেশবাসীর উদ্দেশে বলেছেন, আপাতত ভয়ের কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট এডিটর