ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উইনডোজ এক্সপি’র দিন শেষ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, এপ্রিল ১১, ২০১২
উইনডোজ এক্সপি’র দিন শেষ!

ঢাকা : ব্যক্তিগত কম্পিউটারের সবচে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইনডোজ এক্সপি’র অন্তিমক্ষণ গণনা করছে মাইক্রোসফট।

কম্পিউটার জগতে একাধিপত্যকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তার ব্লগে লিখেছে, প্রজন্মের পর প্রজন্ম সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইনডোজ এক্সপি আর দু’বছর হয়ত টিকে থাকবে।

যদিও আকর্ষণীয় গ্রাফিক্স নির্ভর ভিস্তা ও উইনডোজ-৭ অপারেটিং সিস্টেম বাজারে আসার পরও অনেক মানুষ উইনডোজ এক্সপিকেই প্রথম পছন্দের অপারেটিং সিস্টেম হিসেবে বেছে নিয়েছে।

মাইক্রোসফটের বিপণন পরিচালক স্টেলা চেরনিয়াক বলেছেন, ‘উইনডোজ এক্সপি এবং অফিস-২০০৩ এর অন্তিমক্ষণ ঘনিয়ে আসছে। আগামী দুই বছরের মধ্যে এগুলো অচল হয়ে যাবে। ’

তিনি বলেন, ‘উইনডোজ এক্সপি এবং অফিস-২০০৩ তাদের সময়ে সবচে জনপ্রিয় এবং সেরা সফটওয়্যার ছিল। কিন্তু প্রযুক্তির দুনিয়া বদলে গেছে। ’

স্টেলা চেরনিয়াক কম্পিউটার ব্যবহারকারীদের বিশেষ করে ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে বলেছেন, সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ দিয়ে মেশিন হালনাগাদ করুন। ২০১৪ সালের ৮ এপ্রিল মাইক্রোসফট উইনডোজ এক্সপিকে অবসরে পাঠানোর আগেই এটা করে ফেলুন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।