ঢাকা :খনির গভীরে আটকে পড়া পেরুর নয় শ্রমিককে বুধবার জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিগত প্রায় এক সপ্তাহ ধরে তারা ওই খনিতে আটকা পড়ে ছিলো।
উদ্ধারপ্রাপ্ত শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট ওলানতা হুমালা।
এই নয় শ্রমিক পেরুর দক্ষিণাঞ্চলীয় ক্যোবেজা ডি নেগ্রো খনিতে গত বৃহস্পতিবার আটকা পড়ে। আটকে পড়া শ্রমিকদের ভাগ্য নিয়ে দীর্ঘ প্রায় এক সপ্তাহ জুড়ে উৎকন্ঠিত ছিলো পেরুবাসী। এর মধ্যেই এগিয়ে চলে জোর উদ্ধার তৎপরতা।
আটকে পড়া শ্রমিকদের বিকল্প পদ্ধতিতে উপর থেকে অক্সিজেন, খাবার এবং পানি সরবরাহ করা হয়। খনি শ্রমিকদের উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করেছে পেরুর রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনদিনা।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর