ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এশিয়ার দ্রুত প্রবৃদ্ধি ধনী-গরিব বৈষম্য বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, এপ্রিল ১১, ২০১২
এশিয়ার দ্রুত প্রবৃদ্ধি ধনী-গরিব বৈষম্য বাড়াচ্ছে

ঢাকা: এশিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এ অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। কারণ, এখানে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দিন দিন বেড়েই চলেছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বুধবার এশিয়ার সরকারগুলোর প্রতি এ সতর্কতা জানিয়েছে।

ব্যাংকের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়াতে ধনী-গরিব বৈষম্য গড় হিসেবে বেড়েছে ৩৮। অথচ একই সময়ে লাতিন আমেরিকা এবং আফ্রিকাতে বৈষম্য কমেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সত্ত্বেও এশিয়াতে বৈষম্যের মাত্রা বাড়ছে অথচ অন্যান্য অঞ্চলে কমছে।

চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায় ধনী-গরিব বৈষম্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।