ঢাকা: এশিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এ অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। কারণ, এখানে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দিন দিন বেড়েই চলেছে।
ব্যাংকের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়াতে ধনী-গরিব বৈষম্য গড় হিসেবে বেড়েছে ৩৮। অথচ একই সময়ে লাতিন আমেরিকা এবং আফ্রিকাতে বৈষম্য কমেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সত্ত্বেও এশিয়াতে বৈষম্যের মাত্রা বাড়ছে অথচ অন্যান্য অঞ্চলে কমছে।
চীন, ভারত এবং ইন্দোনেশিয়ায় ধনী-গরিব বৈষম্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর